ঢাকা বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

হাসপাতালে ভর্তি চিত্রাঙ্গদা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০১:২০ পিএম
ছবি - সংগৃহীত

হাতে স্যালাইনের নল, চোখেমুখে ক্লান্তি-হাসপাতালের বিছানায় শুয়ে আছেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ঠিক কী কারণে ভর্তি হয়েছেন, তা প্রকাশ করেননি এই অভিনেত্রী।

মঙ্গলবার ইনস্টাগ্রামে হাসপাতালের বিছানা থেকে নিজের একটি ছবি পোস্ট করে চিত্রাঙ্গদা লিখেছেন, খরগোশের মতো আবার দৌড়াতে ফিরব শিগগিরই!

অভিনেত্রীর এই পোস্টে ভক্ত ও সহকর্মীরা দ্রুত আরোগ্য কামনা জানিয়েছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হাউসফুল ৫’-এর সর্বশেষ পর্ব, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সোনাম বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত ও জ্যাকি শ্রফসহ একঝাঁক তারকা।

এ ছাড়া চিত্রাঙ্গদা শিগগিরই সালমান খানের সঙ্গে ‘ব্যাটেল অব গালওয়ান’ ছবিতে অভিনয়ে ফিরবেন বলে জানা গেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া ডটকম