ঢাকা সোমবার, ০৭ জুলাই, ২০২৫

ডাইভিং স্যুট পরাকে ‘যুদ্ধ’ বললেন পড়শী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৫:৫৫ পিএম
সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী। ছবি - সংগৃহীত

সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী। ‘ক্ষুদে গানরাজ’-এর মঞ্চ থেকে উঠে এসে তিনি সংগীতপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন পড়শী।

সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী। ছবি- সংগৃহীত

সম্প্রতি নেটিজেনদের নজর কেড়েছে তার একটি রিলস ভিডিও, যেখানে তাকে অবকাশ যাপনে ডাইভিং স্যুট পরা অবস্থায় দেখা গেছে। ভিডিওটি শেয়ার করে পড়শী ক্যাপশনে লিখেছেন, ‘ডাইভিং স্যুট পরা মানে পুরা যুদ্ধ! কার কার ডাইভিং করার এক্সপেরিয়েন্স আছে?’

ডাইভিং গিয়ার পরতে গিয়ে এভাবেই গলদঘর্ম হতে দেখা যায় পড়শীকে। ছবি - সংগৃহীত

পড়শীর এই পোস্টে মন্তব্যের ঘরে নেটিজেনরা একের পর এক প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘অনেক সুন্দর হয়েছে আপু, আপনার গানগুলো আমার কাছে অনেক ভালো লাগে, ভালোবাসা রইল আপনার জন্য।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘আপনার মতো অবস্থা আমারও হয়েছিল।’

উল্লেখ্য, ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহী ছিলেন পড়শী। পরবর্তীতে ক্লাসিক্যাল সংগীতে তালিম নেওয়া শুরু করেন তিনি। ২০০৭ সালে সরকারিভাবে আয়োজিত ‘কমল কুঁড়ি’ নামক সংগীত প্রতিযোগিতায় দেশের গান বিভাগে বিজয়ী হন পড়শী।

সংগীতশিল্পী সাবরিনা এহসান পড়শী। ছবি- সংগৃহীত

২০০৮ সালে চ্যানেল আইয়ের ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে সংগীত জগতে নিজের অবস্থান পাকাপোক্ত করেন। ২০০৯ সালে তিনি তার একক অ্যালবাম ‘পড়শী’-এর কাজ শুরু করেন।