ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে ভেজাল মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) স্থানীয় প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে। ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, অমৃতসরের ছয়টি গ্রামে-ভাঙ্গালি, পাতালপুরি, মারারি কালান, থেরেওয়াল, তালওয়ান্দি গুমান-এসব মৃত্যুর ঘটনা ঘটে। ভেজাল মদ পান করে গুরুতর অসুস্থ আরও ছয়জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অমৃতসরের উপকমিশনার সাক্ষী সহনি ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সুপার মনিন্দ্র সিং ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত পাঁচজন হলেন প্রাভজিৎ সিং, কুলবীর সিং, সাহেব সিং, গুরজান্ত সিং ও নিন্দার কাউর।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ভেজাল মদের উৎস ও এর সরবরাহ চক্র খুঁজে বের করতে তদন্ত চলছে।
আপনার মতামত লিখুন :