ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনার বিরুদ্ধে ৩ সাক্ষী যা বললেন

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০২:২১ পিএম
ছবি- সংগৃহীত

রাজধানীতে বাড়ি থাকা সত্ত্বেও হলফনামায় তথ্য গোপন করে রাজউকের সব আইন ভঙ্গ করে পূর্বাচলে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন শেখ হাসিনা ও তার পরিবার। দুদকের মামলায় সাক্ষ্যগ্রহণের প্রথম দিনে এমন অভিযোগে আদালতে সাক্ষ্য দেন দুদকের তিন কর্মকর্তা।

সোমবার (১০ আগস্ট) ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসেন মামলার বাদী দুদকের তিন কর্মকর্তা।

রাজউকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা লাভবান হতে ও তৎকালীন প্রধানমন্ত্রীকে খুশি করতে অবৈধভাবে প্লট বরাদ্দ দেয় বলে সাক্ষ্য দেন তারা।

পরে এ বিষয়ে দুদকের আইনজীবী সুলতান মাহমুদ বলেন, ক্ষমতার অপব্যবহার করে রাজউকের প্লট বরাদ্দের নীতিমালা লঙ্ঘন করেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালতকে বিষয়টি জানিয়েছেন সাক্ষীরা।

দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনকে অভিযুক্ত করে সাক্ষ্য দেন মামলার বাদীরা।

আদালত এ বিষয়ে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ২৬ আগস্ট দিন ধার্য করেছেন।