গোপালগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলায় মোট ৯১০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ২০০ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলাগুলো সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় দায়ের করা হয়। এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, গত ১৩ নভেম্বর ঢাকায় ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের কয়েকটি স্থানে নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় সদর থানায় দুটি মামলা হয়। এতে গোপালগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ শেখ ফজলুল করিম সেলিমের ছেলে শেখ নাইমকে প্রধান আসামি করা হয়েছে। দুটি মামলায় ১০০ জনের নাম উল্লেখসহ মোট ৫৭০ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে চারজন।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, সেখানে দায়ের করা মামলায় ১৬ জনের নাম উল্লেখসহ মোট ৫৬ জনকে আসামি করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
কাশিয়ানী থানার অভিযোগে বলা হয়েছে, সেখানে দায়ের করা মামলায় ৮৪ জনের নাম উল্লেখসহ মোট ২৮৪ জনকে আসামি করা হয়েছে।
১৩ নভেম্বরের কর্মসূচির দিনে গোপালগঞ্জ শহরের গণপূর্ত অফিসের একটি গাড়িতে এবং সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রল বোমা নিক্ষেপ করে আগুন ধরানো হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়।

