ঢাকা শুক্রবার, ০২ মে, ২০২৫

ভারতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদ ছাত্রশিবিরের

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৫, ০৯:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুতে ২৮ বছর বয়সি বাংলাদেশি এক নারীকে ধর্ষণের পর হত্যার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (২৫ জানুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

এতে তারা বলেন, ‘ভারতের মতো বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রে একজন বাংলাদেশি নারীর প্রতি এমন অমানবিক আচরণ গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে। বৈধভাবে বসবাসরত যেকোনো দেশের নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কিন্তু ভারত সেই নিরাপত্তা দিতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। গণমাধ্যম মারফত জানতে পেরেছি যে, ওই নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতেন এবং তার স্বামী ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। তারা তিন সন্তানসহ শহরে বসবাস করতেন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বারবার দেখা যাচ্ছে ভারতে বাংলাদেশি নাগরিকরা বিভিন্নভাবে নির্যাতন ও বৈষম্যের শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনা শুধু মানবাধিকারের লঙ্ঘনই নয়, বরং আন্তর্জাতিক আইনেরও পরিপন্থি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব অপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। একই সঙ্গে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি দুই দেশের পারস্পরিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।’

নিহত নারীর পরিবারের জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে এবং এই হত্যাকাণ্ডের সুবিচারের জন্য কূটনৈতিক চাপ প্রয়োগ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান ছাত্রশিবিরের কেন্দ্রিয় সভাপতি ও সেক্রেটারি।