টাঙ্গাইলের মধুপুর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী আল-আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালী এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আল-আমিন (৩৫) জেলার ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামের মৃত আয়াত আলী মুন্সীর ছেলে।
আব্দুর রাজ্জাক মন্ত্রী থাকাকালে তার এপিএস নিযুক্ত হন আল আমিন। দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর মন্ত্রিত্ব না পেলেও আল আমিন আব্দুর রাজ্জাকের এপিএস পদে বহাল থাকেন।
আল আমিনের শ্বশুর শিহাব উদ্দিন বলেন, ‘বুধবার রাতে আমাদের বাড়িতে আসে আল আমিন। বৃহস্পতিবার সকালে ঘুমিয়ে ছিল। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ আমাদের বাড়ি ঘেরাও করে ফেলে। বেলা ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। তার বিরুদ্ধে মামলা আছে কিনা, তা আমার জানা নেই।’
মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ বলেন, ‘সাবেক কৃষিমন্ত্রীর এপিএস আল আমিন শ্বশুরবাড়িতে আত্মগোপনে আছেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।’
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবীর বলেন, ‘গত ৪ আগস্ট মধুপুর বাসস্ট্যান্ডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় অনেকে আহত হন। এ ঘটনায় জাহিদ হোসেন নামে এক ব্যক্তির করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আল আমিনকে কারাগারে পাঠানো হয়।’