ভয়াবহ দাবানলে টানা দ্বিতীয় দিনের মতো পুড়ছে ইসরায়েলের দখলকৃত পশ্চিম জেরুজালেমের পাহাড় ও বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১০০টিরও বেশি দমকল দল; সহায়তায় এগিয়ে এসেছে ইউরোপের বিভিন্ন দেশও, যারা পাঠিয়েছে বিশেষ অগ্নিনির্বাপক বিমান।
এই ভয়াবহ আগুনের উৎস নিয়ে চলছে জোরালো বিতর্ক। প্রাকৃতিক দাবানল, নাকি পরিকল্পিত অগ্নিসংযোগ- সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট না হলেও, জেরুজালেমের বিভিন্ন বনাঞ্চলে আগুন লাগানোর অভিযোগে ইতোমধ্যেই ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার (৩০ এপ্রিল) ঘটে যাওয়া দাবানলের ঘটনাকে দেশটির ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস একে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় দাবানল বলে দাবি করেছে।
গত বুধবার সকালে জেরুজালেমের পাহাড়ে আগুনের সূত্রপাত হয়। তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়া আগুন ছড়িয়ে পড়তে সাহায্য করে। এখন পর্যন্ত পাঁচ হাজার একর ভূমি আগুনে পুড়ে গেছে, যার মধ্যে ৩ হাজার ২০০ একর বনাঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মোদি’ইনের কানাডা পার্ক।
পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কর্তৃপক্ষ বলছে, যেকোনো মুহূর্তে আগুন আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কিছু সড়ক ও বসতিতে মানুষ ফেরার অনুমতি পেলেও সতর্কতা জারি রাখা হয়েছে।