খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ মে) রাত পৌনে ৩টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন, মো. মাফিজুল ইসলাম (৩১) ও আবু তালেব গাজী (২৮)।
মামলার বিবরণে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ভুক্তভোগী কিশোরী (১৮) ছড়ায় গোসল করতে যান। এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুই অজ্ঞাত যুবক ওই কিশোরীকে মুখ চেপে ধরে ছড়ার পাড়ে নিয়ে যান। এরপর পালাক্রমে ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণ করেন।
এ ঘটনায় কিশোরী ওই দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
লক্ষ্মীছড়ি থানার ওসি মু. খালেদ হোসেন বলেন, মামলার দায়ের করার মাত্র তিন ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে এজাহারে দেওয়া আসামিদের দৈহিক বর্ণনা ও প্রযুক্তির সহায়তায় মো. মাফিজুল ইসলাম ও আবু তালেব গাজীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, ধর্ষিতা কিশোরী গ্রেপ্তার আসামিদের শনাক্ত করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরাও তাদের কৃতকর্মের কথা স্বীকার করেছে।