বর্তমানে হ্যাকারদের নতুন নিশানা হয়ে উঠেছেন জি-মেইল ব্যবহারকারীরা। ফিশিং স্ক্যামের মাধ্যমে প্রায় ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট ঝুঁকির মুখে রয়েছে।
গুগল নিজেই এই হুমকির কথা স্বীকার করেছে, যা ব্যবহারকারীদের জন্য এক গুরুতর সতর্কবার্তা।
অফিস কিংবা ব্যক্তিগত কাজে আমরা প্রায় সবাই ই-মেইল ব্যবহার করে থাকি। অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম বা মেসেজিং অ্যাপের তুলনায় অনেকেই মেইল ব্যবস্থাকে নিরাপদ মনে করেন।
কিন্তু সম্প্রতি জি-মেইল ব্যবহারকারীদের জন্য এক বড় ধরনের সতর্কবার্তা সামনে এসেছে।
সাম্প্রতিক একটি ঘটনায় সফটওয়্যার ডেভেলপার নিক জনসন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (টুইটার) তার অভিজ্ঞতা তুলে ধরেন।
তিনি জানান, no-reply@google.com ঠিকানা থেকে একটি মেইল পান। যেখানে বলা হয়, তার গুগল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে একটি সমন (subpoena) জারি করা হয়েছে। মেইলের সঙ্গে থাকা লিংকটি দেখতে গুগলের অফিসিয়াল সাপোর্ট পেজের মতো হলেও সেটি আসলে একটি ভুয়া ওয়েবসাইট। যা গুগলেরই sites.google.com প্ল্যাটফর্মে হোস্ট করা ছিল।
এ ধরনের প্রতারণামূলক মেইল খুব সহজেই আসল মেইলের মতো দেখায়, যার ফলে অনেক ব্যবহারকারী বুঝে উঠতে পারেন না যে তারা ফাঁদে পড়ছেন।
সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এমন মেইল পেলে কোনো লিঙ্কে ক্লিক না করে সরাসরি গুগলের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপ থেকে নিজ অ্যাকাউন্ট চেক করতে হবে।
তাদের পরামর্শ হলো, যেকোনো সন্দেহজনক ই-মেইল পেলেই সেটি সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। লিংকে ক্লিক না করে আলাদাভাবে ব্রাউজার খুলে নিজে লগ-ইন করতে হবে।
নকল মেইলের মাধ্যমে আপনার তথ্য চুরি হয়ে যেতে পারে, তাই সতর্ক থাকাই এখন সবচেয়ে বড় সুরক্ষা।