ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ব্যর্থ মেদভেদেভ এখনো নিজেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভাবে: ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৯:৪৫ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। ছবি- সংগৃহীত

সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের হুমকির জবাবে ‘নির্দিষ্ট অঞ্চলে’ দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে কোন অঞ্চলে তা নির্দিষ্ট করে বলেননি তিনি। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

এর আগে মেদভেদেভ সতর্ক করে বলেন, ট্রাম্প যেন ‘ডেড হ্যান্ড’-এর মতো রাশিয়ার পুরোনো পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থা কতটা ভয়ংকর হতে পারে, সে বিষয়ে সচেতন থাকেন। সোভিয়েত আমলের এই ব্যবস্থা পারমাণবিক হামলার প্রতিশোধ নিতে স্বয়ংক্রিয়ভাবে কাজ করার জন্য কুখ্যাত।’

এই সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প ভারত-রাশিয়া বাণিজ্য নিয়ে আলোচনা থেকে সরে এসে মেদভেদেভের সমালোচনায় মুখর হন। তিনি বৃহস্পতিবার তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ভারত রাশিয়ার সঙ্গে কী করে, আমি পাত্তা দিই না। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রায় কোনো বাণিজ্য নেই। এভাবেই থাকুক। আর মেদভেদেভ, যেই ব্যর্থ প্রেসিডেন্ট এখনো নিজেকে প্রেসিডেন্ট ভাবে, তাকে বলো—ভেবেচিন্তে কথা বলুক। সে খুব বিপজ্জনক এলাকায় পা রাখছে!’

পরে শুক্রবার ট্রাম্প লেখেন, ‘আমি দুটি পারমাণবিক সাবমেরিন উপযুক্ত অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছি। এ ধরনের বোকামি ও উসকানিমূলক মন্তব্য (মেদভেদেভের বক্তব্য) যদি কথার চেয়েও বেশি কিছু হয়, তাহলে যেন প্রস্তুত থাকা যায়।’

ট্রাম্প আরও লেখেন, ‘কথা বলার সময় শব্দের ব্যবহারের গুরুত্ব আছে। তা প্রায়ই অনাকাঙ্ক্ষিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। আমি আশা করি এটি তেমন কিছু হবে না।’

রাশিয়ার ইউক্রেন আক্রমণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প ক্রমেই মেদভেদেভকে তার সমালোচনার লক্ষ্যবস্তু বানিয়েছেন। উভয় পক্ষই পারমাণবিক শক্তির প্রসঙ্গ টেনে একে অপরকে পাল্টা জবাব দিচ্ছেন, যার ফলে উত্তেজনা আরও বেড়েছে।