ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে: হামাস

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৮:৪৭ এএম
অবরুদ্ধ গাজায় ত্রাণ নিয়ে ছুটছে গাজাবাসী। ছবি- সংগৃহীত

জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে হামাস। সংবাদমাধ্যম দ্য হিন্দু শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো, যখন গত মঙ্গলবার সৌদি আরব ও ফ্রান্সের এক যৌথ ঘোষণায় হামাসকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র হস্তান্তরের আহ্বান জানানো হয়। ঘোষণাটি সমর্থন করেছে মিশর, কাতার এবং আরব লিগও। তারা বলছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষেরই হওয়া উচিত পুরো ফিলিস্তিন ভূখণ্ডের একমাত্র বৈধ প্রশাসক।

এই ঘোষণার মাধ্যমে সৌদি আরব ও ফ্রান্স একটি দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক সমর্থন পেতে চায়।

এদিকে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ‘ইসরায়েলি’ হামলায় ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।