ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

শেরপুরে চিরনিদ্রায় শায়িত হলেন ফায়ার ফাইটার নাঈম

নকলা (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৮:৩৬ এএম
শেরপুরের গ্রামের বাড়িতে দাফন করা হলো নাঈমকে। ছবি- সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে সাহারা মার্কেটের রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসারত অবস্থায় প্রাণ হারানো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈমকে শেরপুরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শেরপুরের নকলা উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পূর্বলাভা গ্রামের নিজ বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

এর আগে রাত ৯টার কিছু পর মরদেহবাহী গাড়ি এলাকায় পৌঁছালে স্বজন ও স্থানীয়দের কান্নায় পুরো গ্রাম শোকভারাক্রান্ত হয়ে ওঠে।
দাফনের আগে ময়মনসিংহ ও শেরপুর থেকে আসা ফায়ার সার্ভিসের সদস্যরা নাঈমকে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ময়মনসিংহ অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী, শেরপুরের উপ-সহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এবং থানার ওসি হাবিবুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালকের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

গত ২২ সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুন নেভাতে গিয়ে নাঈম গুরুতর দগ্ধ হন। তার শরীরের প্রায় ৪২ শতাংশ পুড়ে যায়। এরপর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই সাহসী ফায়ার ফাইটার।