ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ভেজা হাতে ফোন ব্যবহার করলে যেসব ক্ষতি হতে পারে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২, ২০২৫, ০৮:৫১ এএম
ছবি- সংগৃহীত

স্মার্টফোন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বর্ষায় বা রান্নাঘরের ভেজা পরিবেশে অনেকেই পানি লাগা হাতে ফোন ব্যবহার করেন। অনেকে কল ধরেন, ছবি তোলেন বা মেসেজ পাঠান—সবই ভেজা হাতে! অথচ এই সাধারণ অভ্যাসই আপনার প্রিয় ফোনটির জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।

ভেজা হাতে ফোন ধরলে স্ক্রিন সমস্যার পাশাপাশি শর্টসার্কিট, ব্যাটারি ক্ষতি এমনকি স্পিকার নষ্ট হওয়ার আশঙ্কাও থাকে। নিচে এসব ক্ষতি ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো।

ভেজা হাতে ফোন ব্যবহারে কী কী ক্ষতি হয়?

টাচস্ক্রিন সমস্যা : ভেজা হাতে ফোন ধরলে স্ক্রিন ঠিকমতো কাজ করে না। পানির কণাগুলো টাচ সেন্সরকে বিভ্রান্ত করে, যার ফলে ‘ঘোস্ট টাচ’ দেখা যায়—ফোন নিজে নিজে কাজ করছে বলে মনে হয়।

শর্টসার্কিট ও হার্ডওয়্যার ক্ষতি : পানি যদি ফোনের চার্জিং পোর্ট, স্পিকার বা বোতামে পৌঁছে যায়, তবে শর্টসার্কিট হতে পারে। এতে ফোন বন্ধ হয়ে যেতে পারে বা স্থায়ীভাবে হার্ডওয়্যারের ক্ষতি হতে পারে।

ভেজা ফোন চার্জে দিলে বিপদ : ভেজা অবস্থায় ফোন চার্জ দিলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি থাকে। সেই সঙ্গে ব্যাটারি কিংবা চার্জিং পোর্ট পুড়ে যেতে পারে।

স্পিকার ও মাইক্রোফোন ক্ষতিগ্রস্ত হওয়া : স্পিকার বা মাইকে পানি জমলে শব্দ অস্পষ্ট হয় বা বিচিত্র আওয়াজ হয়। দ্রুত না শুকালে স্থায়ী ক্ষতিও হতে পারে।

ক্ষতি কীভাবে এড়াবেন?

হাত মুছে ফোন ধরুন : ফোন ব্যবহারের আগে হাত শুকনো রাখুন। পাশে টিস্যু বা মাইক্রোফাইবার ক্লথ রাখার অভ্যাস গড়ে তুলুন।

ওয়াটারপ্রুফ কেস ব্যবহার করুন : IP68 রেটিংযুক্ত কভার বা ওয়াটারপ্রুফ কেস পানির ক্ষতি থেকে ফোনকে সুরক্ষা দেয়।

ওয়াটাররেসিস্ট্যান্ট ফোন বেছে নিন : বাজেট অনুমতি দিলে IP67 বা IP68 সার্টিফায়েড ফোন কিনুন। এতে সামান্য পানিতে সমস্যা হয় না।

ভেজা ফোন চার্জে দেবেন না : চার্জ দেওয়ার আগে চার্জিং পোর্ট ভালোভাবে শুকিয়ে নিন। প্রয়োজনে ফ্যান বা হালকা বাতাস ব্যবহার করুন।

স্পিকার ভিজলে স্পিকার ক্লিনার ফিচার ব্যবহার করুন : অনেক ফোনে এখন স্পিকার থেকে পানি বের করার কম্পন-ভিত্তিক অ্যাপ বা ফিচার থাকে—ব্যবহার করতে পারেন।

বর্ষার দিনে বা রান্নাঘরে কাজ করার সময় ভেজা হাতে ফোন ব্যবহার করাটা আজকাল সাধারণ হলেও এতে ফোনের আয়ু উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। সামান্য সচেতনতা ও সঠিক গ্যাজেট ব্যবহারের মাধ্যমে আপনি সহজেই এসব ক্ষতি এড়াতে পারেন।