২০২৫ সালের জন্য রেডমি এবং এর সাব-ব্র্যান্ড শাওমি ও পোকো নতুন পাঁচটি মডেল উন্মোচন করেছে। উন্নত ফিচার, হাই পারফরম্যান্স এবং আধুনিক প্রযুক্তির কারণে এ মডেলগুলো ইতোমধ্যে ব্যবহারকারীদের মধ্যে আলোচনায় এসেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ডিভাইসগুলো আগের তুলনায় আরও স্মার্ট, দ্রুত ও পাওয়ারফুল।
২০২৫ সালের রেডমির নতুন পাঁচটি মডেল—
১. Xiaomi Civi 5 Pro
২. Xiaomi Redmi Note 14
৩. Xiaomi Redmi K80 Pro
৪. Xiaomi Redmi K80
৫. POCO X7 Pro
১. Xiaomi Civi 5 Pro
২০২৫ সালের মডেলগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয় ফোন হলো Xiaomi Civi 5 Pro। স্লিম ও লাইটওয়েট ডিজাইনের ডিভাইসটিতে রয়েছে ৬.৫৫ ইঞ্চি AMOLED ডিসপ্লে। ফোনটি Qualcomm Snapdragon 778G প্রসেসরে চলে এবং ১২GB/১৬GB RAM থাকায় মাল্টিটাস্কিং ও গেমিং আরও সহজ হয়েছে।
ফোনটিতে রয়েছে ৫০MP প্রাইমারি ক্যামেরা, আর সেলফির জন্য ৩২MP–এর দুটি ফ্রন্ট ক্যামেরা। ৪৭০০mAh ব্যাটারি ও ৬৭W ফাস্ট চার্জিং যুক্ত থাকায় অল্প সময়ে চার্জ নিয়ে দীর্ঘক্ষণ ব্যবহার করা যাবে।
উল্লেখযোগ্য ফিচার: AI ক্যামেরা, স্লিম বডি, উন্নত ডিসপ্লে প্রযুক্তি, AI ফেস আনলক, ৬৭W দ্রুত চার্জিং।
২. Xiaomi Redmi Note 14
সাশ্রয়ী দামের মধ্যে উন্নত পারফরম্যান্স দিতে সক্ষম মডেল হিসেবে Redmi Note 14 বাজারে জায়গা করে নিয়েছে। ফোনটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে এবং ১২০Hz রিফ্রেশ রেট।
ডিভাইসটি MediaTek Dimensity 7025 Ultra চিপসেটে চলে। এতে ৫০MP প্রাইমারি ক্যামেরা ও ২০MP ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ৫১১০mAh ব্যাটারি এবং ৪৫W ফাস্ট চার্জিংও রয়েছে।
উল্লেখযোগ্য ফিচার: ১২০Hz ডিসপ্লে, Dimensity 7025 চিপসেট, ৫০MP ক্যামেরা, ৫১১০mAh ব্যাটারি।
৩. Xiaomi Redmi K80 Pro
এ সিরিজের সবচেয়ে শক্তিশালী মডেল হিসেবে এসেছে Redmi K80 Pro। ফোনটিতে আছে ৬.৬৭ ইঞ্চি ১২০Hz ডিসপ্লে এবং Snapdragon 8 Elite চিপসেট, যা বর্তমানে অন্যতম শক্তিশালী প্রসেসর।
ক্যামেরা সিস্টেমে রয়েছে ৫০MP+৫০MP+৮MP ট্রিপল সেটআপ এবং ২০MP ফ্রন্ট ক্যামেরা। ১২০W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় কয়েক মিনিটেই উল্লেখযোগ্য চার্জ পাওয়া যাবে।
উল্লেখযোগ্য ফিচার: Snapdragon 8 Elite চিপসেট, উচ্চ রেজোলিউশনের ক্যামেরা, ১২০W চার্জিং, উন্নত কুলিং সিস্টেম।
৪. Xiaomi Redmi K80
Redmi K80 মডেলটিতেও রয়েছে ৬.৬৭ ইঞ্চি ১২০Hz AMOLED ডিসপ্লে এবং Snapdragon 8 Gen 3 প্রসেসর। ৫০MP প্রাইমারি ক্যামেরা ও ২০MP ফ্রন্ট ক্যামেরা যুক্ত ডিভাইসটিতে পাওয়ারের জন্য আছে ৬৫৫০mAh ব্যাটারি এবং ৯০W ফাস্ট চার্জিং।
ফোনটি ১২GB/১৬GB RAM এবং সর্বোচ্চ ১TB স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাচ্ছে।
উল্লেখযোগ্য ফিচার: Snapdragon 8 Gen 3, ১২০Hz AMOLED ডিসপ্লে, ৯০W চার্জিং।
৫. POCO X7 Pro
POCO X7 Pro মডেলটি মিডরেঞ্জ বাজারে বেশ চমক এনেছে। ফোনটিতে আছে ৬.৬৭ ইঞ্চি AMOLED ডিসপ্লে, ১২০Hz রিফ্রেশ রেট এবং MediaTek Dimensity 8400 Ultra প্রসেসর।
ডিভাইসটিতে রয়েছে ৫০MP প্রাইমারি ক্যামেরা এবং ২০MP ফ্রন্ট ক্যামেরা। ৬৫৫০mAh ব্যাটারি ও ৯০W ফাস্ট চার্জিং সুবিধা ব্যবহারকারীদের দীর্ঘ সময় সাপোর্ট দেবে।
উল্লেখযোগ্য ফিচার: ১২০Hz ডিসপ্লে, ৫G সাপোর্ট, ৯০W চার্জিং, ডুয়াল স্টেরিও স্পিকার।

