রাজধানীর ফার্মগেট ও মহাখালী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রোববার (৬ জুলাই) রাতে এই দুটি বিস্ফোরণের সময় এক পথচারী আহত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বিস্ফোরণটি ঘটে রাত ৯টার দিকে মহাখালী এসকেএস টাওয়ারের সামনে।
কাফরুল থানার এসআই আল মামুন বলেন, ‘মহাখালী ফ্লাইওভার থেকে নিচে ককটেলটি ছোড়া হয়েছে বলে ধারণা করছি। এতে কেউ হতাহত হয়নি।’
এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেট ফুটওভার ব্রিজের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণ হয়।
তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, একটি যাত্রীবাহী বাস থেকে ককটেলটি ছোড়া হয়। এতে আল রাজী নামে এক পথচারী আহত হন। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার পর তিনি বাড়ি ফিরে যান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বাস থেকে ফেলে যাওয়ার পর এক পথচারী কৌতূহলবশত ককটেলটিকে লাথি মারলে সঙ্গে সঙ্গে তা বিস্ফোরিত হয়। তবে ককটেলটি ছিল ছোট পটকা জাতীয়, তাই গুরুতর ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে এবং এলাকাগুলোতে সতর্ক অবস্থান নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :