পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে পুরান ঢাকার ঐতিহাসিক হোসাইনি দালান ইমামবাড়ায় নিরাপত্তা বলয় আরও জোরদার করা হয়েছে। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে।
হোসাইনি দালান ও আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাশাপাশি র্যাব, সোয়াত, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরাও দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা নিশ্চিতে রয়েছে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যদের কড়া নজরদারি।
ইমামবাড়ায় প্রবেশের মুখে বসানো হয়েছে আর্চওয়ে গেট ও মেটাল ডিটেক্টর। সব দর্শনার্থী ও ভক্তদের তল্লাশি করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। মূল সড়কে বসানো হয়েছে ব্যারিকেড, যাতে কোনো যানবাহন বা অননুমোদিত ব্যক্তি এলাকায় প্রবেশ করতে না পারে।
হোসাইনি দালানের ভেতরে প্রস্তুত রাখা হয়েছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। কোনো ধরনের দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড ঘটলে যেন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া যায়, সেজন্য প্রস্তুত রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, আশুরা মুসলিম বিশ্বের জন্য একটি গভীর শোকের দিন। এদিন কারবালার প্রান্তরে মহানবি হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.) ও তার পরিবার শাহাদত বরণ করেন। এই ঘটনাকে স্মরণ করে প্রতিবছর মহররমের ১০ তারিখে শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল আয়োজন করে থাকে।
এই আয়োজনে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব সংস্থাই রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে।
আপনার মতামত লিখুন :