রাজধানীর কদমতলীর শনিরআখড়া এলাকার একটি বাসা থেকে জান্নাত মেহেদী শোভা (২৪) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২০ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত শোভা ঝালকাঠির রাজাপুরের মেহেদী মাসুদ সবুজের মেয়ে। প্রায় ৩–৪ মাস আগে ফারহান নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা কদমতলীতে ভাড়া বাসায় বসবাস করছিলেন।
সোভার চাচা রাসেল অভিযোগ করেন, বিয়ের পর থেকে নানা কারণে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এর জেরেই এ ঘটনা ঘটে। এখনো শোভার হাতের মেহেদির রং শুকিয়ে যায়নি।
তিনি আরও জানান, আমরা জানতে পেরেছি গত রাতের দিকে দাম্পত্য কলহের জেরে নিজ ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে শোভার স্বামী ফারহান তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য কদমতলী থানা পুলিশকে জানানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন