ছাত্র নেতাদের বয়স নিয়ে রাজনৈতিক অঙ্গনসহ সব অঙ্গনেই থাকে বেশ আলোচনা-সমালোচনা। বয়স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে চলে বিভিন্ন রঙ্গরস। কিন্তু ডাকসু নির্বাচনে এবার সবচেয়ে কনিষ্ঠ প্রার্থী হিসেবে নিজেকে দাবি করেছেন মো. তরিকুল ইসলাম সিয়াম নামে এক প্রার্থী।
তরিকুল ইসলাম সিয়াম শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদ নির্বাচনে সদস্য পদে লড়াই করবেন। তবে সিয়ামের শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিতে দীর্ঘ সংগ্রামের অভিজ্ঞতাও রয়েছে, বিভিন্ন সময়ে হয়েছে গণমাধ্যমের শিরোনাম। জহুরুল হল সংসদ নির্বাচনে সিয়াম সবার সমর্থন, ভোট ও সহযোগিতা প্রার্থনা করেছেন।
জানা যায়, মো. তরিকুল ইসলাম সিয়াম তার সার্টিফিকেট নাম হলেও তিনি সবার কাছে সময় সিয়াম নামে পরিচিত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তার বয়স ১৭ বছর ৮ মাস। তার দাবি তিনি এবারের ডাকসু নির্বাচনে সবচেয়ে কনিষ্ঠ প্রার্থী।
তবে বয়সে ছোট হলেও স্কুল জীবন থেকেই শিক্ষার্থীদের বিভিন্ন আন্দোলন ও দাবিতে সবসময় সামনের সারিতে ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্য সবার সঙ্গে ৫ আগস্ট বাসায় ফিরেছিলেন সিয়াম। কথা ছিল অন্য সবার মতো বিশ্রামে থাকবেন তিনি।
কিন্তু একদল মবকারী শিক্ষার্থীদের কারণে এইচএসসি-২৪ ব্যাচের পরীক্ষা বাতিল করায় তাকে যেতে হয়েছিল রাজপথে। সিয়ামদের আন্দোলন, দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের আহ্বানেও সরকার যখন পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে অটল ছিল। সিয়াম তখন বন্ধুদের নিয়ে হাইকোর্টে রিট পিটিশনও করেছিল।
স্কুল জীবন থেকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে রাজপথে থাকা সিয়াম ডাকসু নির্বাচনে সার্জেন্ট জহুরুল হক হল সংসদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী।
তরিকুল ইসলাম সিয়াম বলেন, ‘ডাকসু নির্বাচনে সবচেয়ে ছোট বা জুনিয়র প্রার্থী আমি। এত ছোট বয়সের কেউ এবারের ডাকসুতে নির্বাচন করছেন বলে আমার জানা নেই। অন্যদিকে ক্যাম্পাসের জুনিয়রদেরও একজন আমি।’
তিনি বলেন, ‘জহুরুল হক হল সংসদ নির্বাচনে আমি সদস্য প্রার্থী হিসেবে আমার সহপাঠীদের সঙ্গে সঙ্গে সিনিয়র বড় ভাইদের আদর-স্নেহ ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। সহপাঠী ও সিনিয়দের ভালোবাসায় আমি বিজয়ী হওয়ার প্রত্যাশা করি।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন