বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৫:০৯ এএম

ইংলিশ লিগে ফিরতে চান না হ্যারি কেইন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৫:০৯ এএম

ইংলিশ লিগে ফিরতে  চান না হ্যারি কেইন

জার্মানিতে থিতু হয়েছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। বায়ার্ন মিউনিখের হয়ে খেলছেন তিনি। তার সঙ্গে ক্লাবটির চুক্তির মেয়াদ আছে আরও দুই বছর। তবে সেই সীমানা আরও বাড়িয়ে নিতে আগ্রহী কেইন। জার্মানিতে যখন পাড়ি জমিয়েছিলেন তিনি, ভাবনায় ছিল চুক্তি শেষেই ফিরে যাবেন ইংল্যান্ডে। কিন্তু সময়ের স্রোতে তিনি ভালোবেসে ফেলেছেন ক্লাব বায়ার্ন মিউনিখকে। ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরা নিয়েও আগের ভাবনা বদলে গেছে ইংলিশ স্ট্রাইকারের। কেইন কথাগুলো বলেছেন অবশ্য ইংল্যান্ডে ফিরেই। ক্লাব ফুটবলে এখন কদিনের বিরতি। ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে তিনি যোগ দিয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের ক্যাম্পে। সেখানেই শোনালেন ক্লাব ফুটবলের নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবনা। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় সফলতম গোল স্কোরার ও টটেনহ্যাম হটস্পারের কিংবদন্তি কেইন ২০২৩ সালে পাড়ি জমান বায়ার্নে। এ দুই বছরে জার্মান ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৬ ম্যাচে ১০৪ গোল করেছেন তিনি। জিতেছেন বুন্ডেসলিগা ও জার্মান কাপ, গড়েছেন বেশ কিছু রেকর্ড।

চলতি মৌসুমের শুরুটাও করেছেন তিনি অসাধারণ। ১৮ গোল করে ফেলেছেন স্রেফ ১০ ম্যাচ খেলেই। এখানে তার চুক্তির মেয়াদ ২০২৭ পর্যন্ত। নতুন চুক্তির কোনো আলোচনা এখনোও শুরু হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমকে কেইন জানালেন, তিনি আগ্রহ নিয়েই অপেক্ষায় আলোচনার। কেইন বলেন, ‘তেমন কিছু (চুক্তির মেয়াদ বাড়ানো) অবশ্যই দেখতে পাচ্ছি আমি। যদিও সপ্তাহ দুয়েক আগেই প্রকাশ্যে বলেছি যে, বায়ার্নের সঙ্গে এসব আলোচনা আমার শুরু হয়নি। তবে যদি ব্যাপারগুলো উঠে আসে, অবশ্যই কথা বলতে মুখিয়ে থাকব আমি এবং সৎ আলোচনা করব।’

তিনি আরও বলেন, ‘এসব আসলে নির্ভর করছে, পরের বছরটা কীভাবে যায় এবং একসঙ্গে আমরা কী অর্জন করতে পারছি, সেসবের ওপর। এই মুহূর্তে বলব, আমরা অসাধারণ সময়ে আছি এবং অন্য কিছু নিয়ে ভাবছি না।’ বায়ার্নে চুক্তিতে কেইনের রিলিজ ক্লজ ৬ কোটি ৭০ লাখ ইউরো। তবে টটেনহ্যামের কোচ টমাস ফ্র্যাংক সম্প্রতি বলেছেন, কেইনকে ফিরে পেতে দারুণভাবেই আগ্রহী তারা। কেইনের নিজেরও একসময় ছিল সেই তাড়না। বিশেষ করে, অ্যালান শিয়েরারকে ছাড়িয়ে প্রিমিয়ার লিগের সফলতম স্কোরার হওয়ার হাতছানি যেখানে আছে, তার সামনে। তবে ৩২ বছর বয়সি তারকার মনোভাব এখন বদলে গেছে। কেইন বলেন, ‘প্রিমিয়ার লিগের ব্যাপারে আমি ঠিক জানি না। বায়ার্নে যখন প্রথম এলাম, তখন জিজ্ঞেস করলে বলতাম, ‘নিশ্চিতভাবেই ফিরে যাব (প্রিমিয়ার লিগে)।

এখন এখানে বছর দুয়েক কাটানোর পর বলতে পারি, ব্যাপারটি অন্যরকম হয়ে গেছে।’ তিনি আরও বলেন, ‘তার মানে এই নয় যে, কখনোই (প্রিমিয়ার লিগে) ফিরে যাওয়ার সম্ভাবনা নেই। ক্যারিয়ারে আমি যা শিখেছি তা হলো, বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগ আসে, নানা সম্ভাবনার দুয়ার খুলে যায়। বায়ার্নকে নিয়ে শুরুর কথায় যদি ফিরে যাই, এই মুহূর্তে এখানে আমি সবটুকু পূর্ণ।’ বায়ার্নের হয়ে কেইনকে আবার দেখা যাবে ১৮ অক্টোবর বুন্ডেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে। এর আগে ইংল্যান্ডের আর্মব্যান্ড নিয়ে মাঠে নামবেন তিনি বৃহস্পতিবার প্রীতি ম্যাচে ওয়েলসের বিপক্ষে ও আগামী মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ে লাটভিয়ার বিপক্ষে।

রূপালী বাংলাদেশ

Link copied!