মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে ঘটে যাওয়া চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার মূল দুই আসামি মো. সেন্টু ওরফে স্বাধীন (৩০) ও মো. জাহাঙ্গীর (২২) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। জনরোষ ও গ্রেপ্তার আতঙ্কে তারা গত সোমবার সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। পরে সদর থানা পুলিশ তাদের সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আসামি দুজনই আঠালিয়া গ্রামের মিনহাজ উদ্দিন ওরফে মিনা বেপারির ছেলে। এর আগে গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আঠালিয়া গ্রামে হানিফকে নৃশংসভাবে হত্যা করা হয়। প্রকাশ্যে দেশীয় অস্ত্র রামদা ও কাতরা দিয়ে কুপিয়ে হত্যা করে সেন্টু ও জাহাঙ্গীর। নিহত মো. হানিফ ওই গ্রামের মৃত ইলা বেপারির ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন এবং চার সন্তানের বাবা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন