আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন ঘিরে গত ক’দিন ধরেই চলে আসছে বেশ আলোচনা ও সমলোচনা। এই নির্বাচনে আলোচনার মূল কেন্দ্রে ছিলেন বিসিবির বর্তমান সভাপতি বুলবুল ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ড্যাশিং ওপেনার তামিম ইকবাল খান। তবে, বহুল প্রত্যাশিত এই নির্বাচন থেকে শেষমুহূর্তে এসে সরে দাঁড়ান সাবেক এই ওপেনার।
এদিকে নির্বাচনকে থেকে সরে গিয়ে দেশের বাহিরে যাচ্ছেন বলে তামিম নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তামিম জানান, আজ বুধবারের এক ফ্লাইটে দেশের বাহিরে যাচ্ছি, তবে কবে ফিরবেন এ বিষয়ে কিছু জানাননি সাবেক এই টাইগার অধিনায়ক।
তামিম গণমাধ্যমকে আরও বলেন, ‘ক্রিকেটকে বাঁচানোর জন্য এই জিনিসগুলো আপনারা করেন। এই ইলেকশনটা কীভাবে হচ্ছে, কেন হচ্ছে, এসবই আপনারা জানেন। এটার বিরুদ্ধে প্রতিবাদ করেন, যদি আপনাদের কাছে মনে হয় যে আমি যা বলেছি সেটা ঠিক।’
এর আগে, আসন্ন নির্বাচনকে ‘দেশের ক্রিকেটে কালো অধ্যায়’ আখ্যা দিয়ে বুধবার সকালে মনোনয়ন প্রত্যাহার করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
এ দিন তাকে অনুসরণ করে আরও ১১ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। সব মিলিয়ে প্রায় ১৪-১৫ জন প্রার্থী এই নির্বাচন থেকে সরে দাঁড়ালেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন