রাজধানীর বনশ্রী এলাকায় ট্রাকের ধাক্কায় মো. ইমন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেল চালক হাবিবুর রহমান আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ২ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ইমনের বাড়ি রাজশাহী জেলার বাঘা থানার পটিয়া গ্রামের বাসিন্দা মহসিন মিয়ার ছেলে । তিনি পেশায় একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছিলেন।
মোটরসাইকেল চালক হাবিবুর রহমান বলেন, ‘আমি ও আমার বন্ধু ইমন বনশ্রীর একটি সাইট দেখতে যাচ্ছিলাম। ফরাজী হাসপাতালের ঠিক আগে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়ে আমাকে এবং ইমনকে ফেলে দেয়। পরে ট্রাকের একটি চাকা ইমনের ঘাড়ের ওপর দিয়ে চলে যায়। পরে আমি গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার বন্ধু ইমন আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রামপুরা থানা পুলিশকে জানানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন