বগুড়ার ধুনট উপজেলার প্রতিবন্ধী শিক্ষার্থী নাইছ খাতুন ওরফে হাসি অনার্স চূড়ান্ত পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছেন। জন্ম থেকেই দুই পা ও ডান হাতে শক্তি নেই, সম্বল শুধু বাঁ-হাত। তবুও গত ১৮ বছর ধরে বাবার কোলে চড়ে নিয়মিত স্কুল-কলেজে যাতায়াত করে পড়াশোনা চালিয়ে গেছেন।
ধুনট সরকারি ডিগ্রি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স করেন নাইছ। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ কেন্দ্রে পরীক্ষা দেন। ফল প্রকাশের পর পরিবার-স্বজনদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
২০০১ সালে জন্ম নেওয়া নাইছের বাবা নজরুল ইসলাম ও মা আকতার জাহান, দুজনই নি¤œবিত্ত পরিবারের সংগ্রামী মানুষ। নাইছ ৬ বছর বয়সে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। ২০১৭ সালে এসএসসি এবং ২০১৯ সালে এইচএসসি পাস করেন। এরপর অনার্সে ভর্তি হয়ে নিজের ইচ্ছাশক্তি আর বাবার নিরন্তর সহায়তায় সাফল্যের পথ তৈরি করেন।
নাইছের বাবা নজরুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই মেয়ের পড়াশোনার খুব ইচ্ছে। তাই তাকে কোলে করে প্রতিদিন স্কুল-কলেজে এনেছি। মেয়েও অনেক কষ্ট করেছে। আজ তার সাফল্যে আমরা সবাই আনন্দিত।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন