খুলনায় একই পরিবারের তিনজন; নানি ও দুই নাতি-নাতনির রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার (১৬ নভেম্বর) রাতে মহানগরীর লবণচরা থানা এলাকার তালুকদার গলির একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- সাহিদুন্নেছা (৫৫), নাতি মোস্তাকিম (৯) ও নাতনি ফাতিহা আহম্মেদ (৮)।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানওয়ার হুসাইন মাসুম জানান, শিশু দুটির বাবা-মা সকালে কাজে বের হওয়ার আগে সন্তানদের নানির কাছে রেখে যান। সন্ধ্যায় বাসায় ফিরে দরজায় ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তারা প্রতিবেশীদের সহায়তায় দরজা ভাঙেন। তখন ঘরের ভেতরে নানির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।
পরে পুলিশ ওই বাড়ির পাশে থাকা মুরগির ঘর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি সানওয়ার হুসাইন বলেন, তিনজনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং মরদেহগুলো শক্ত হয়ে গেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। সুরতহাল শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন