ঢাকা বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

পারভেজ হত্যার প্রধান আসামি গাইবান্ধায় গ্রেপ্তার

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ০৫:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গাইবান্ধা থেকে পারভেজ হত্যা মামলার এক নম্বর আসামি মেহেরাজ ইসলামকে র‌্যাব-১ ও র‌্যাব-১৩ বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। তাকে ঢাকায় আনা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

এ নিয়ে পারভেজ হত্যা মামলায় এখন পর্যন্ত ৫ আসামিকে গ্রেপ্তার করা হলো। 

এ মামলায় গ্রেপ্তারদের মধ্যে চার জনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হৃদয় মিয়াজীর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ।

এর আগে দুপুরে তাকে আদালতে তোলা হয়। এ সময় পুলিশ তার ১০ দিনের রিমান্ড চায়। আসামিপক্ষ অভিযুক্তের জামিন প্রার্থনা করেন।

পরে আদালত তার জামিন নামঞ্জুর করে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।