ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ১০:২৪ এএম
মেট্রোরেল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন এনেছে। যাত্রীদের চাহিদা ও সেবার মান বাড়াতে উভয়মুখী ট্রেন চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, আজ রোববার (১৯ অক্টোবর) রাজধানীর উত্তরা থেকে প্রথম মতিঝিলগামী মেট্রোরেল সকাল ৬টা ৩০ মিনিটে ছেড়েছে। আর শেষ ট্রেন চলবে রাত ১০টা ১০ মিনিট পর্যন্ত।

অন্যদিকে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তর অভিমুখে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছাড়ে এবং সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে রাত ১০টা ১০ মিনিটে।

এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেট্রোরেলের সময়সূচি পরিবর্তনের কথা জানিয়েছিল ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন তরফদার।

এতে বলা হয়, ‘যাত্রীসেবার মান উন্নয়ন এবং জনচাহিদা পূরণের লক্ষ্যে সময়সূচি সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এটি কার্যকর হবে ১৯ অক্টোবর থেকে।

তবে শুক্রবার ছুটির দিন সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।