ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বাংলাদেশি পাসপোর্ট গ্রহণযোগ্যতা হারাচ্ছে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ১২:৪১ পিএম
ছবি- সংগৃহীত

বিশ্বব্যাপী ভিসা নিষেধাজ্ঞা কঠোর হওয়ায় ক্রমেই গ্রহণযোগ্যতা হারাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। অর্থনৈতিক অগ্রগতি ও উন্নয়ন সূচকে অর্জন সত্ত্বেও আন্তর্জাতিক ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য পরিস্থিতি হয়ে উঠছে আরও জটিল।

ইতোমধ্যেই বাংলাদেশের পাসপোর্টের মূল্য ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। যুক্তরাজ্যভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের ২০২৫ সালের গ্লোবাল পাসপোর্ট সূচকে ১০৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম, যা এখন বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট হিসেবে বিবেচিত।

বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে উন্নত ও উন্নয়নশীল বহু দেশ বাংলাদেশিদের ভিসা দিতে অনাগ্রহী হয়ে উঠেছে। এর পেছনে রয়েছে একাধিক কারণ—ভিসার অপব্যবহার, অবৈধ অভিবাসন এবং কিছু বাংলাদেশির বিদেশে জড়িত অপরাধমূলক কর্মকাণ্ড, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

অভিবাসন বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী, বিদেশে বাংলাদেশিদের অনিয়ম ও অবৈধ অবস্থান এখন এক বড় উদ্বেগের বিষয়। বহু বাংলাদেশি পর্যটন ভিসা নিয়ে বিদেশে গিয়ে কাজ করেন এবং ভিসার মেয়াদ শেষে ফিরে আসেন না। পরে অনেককেই সেসব দেশ থেকে আটক ও নির্বাসিত করা হয়। এতে বাংলাদেশি ভ্রমণকারীদের প্রতি সংশয় বাড়ছে এবং বিভিন্ন দেশে প্রবেশের আগে কঠোর যাচাই-বাছাই শুরু করেছে।

তা ছাড়া কিছু দেশ অভিযোগ করেছে, বাংলাদেশি নাগরিকরা কখনো কখনো তৃতীয় দেশে অবৈধভাবে প্রবেশের জন্য ট্রানজিট রুট ব্যবহার করেন। এ ধরনের ঘটনার কারণে অনেক দেশ বাংলাদেশি পাসপোর্টধারীদের ভিসা আবেদন যাচাইয়ে আরও কড়াকড়ি নীতি গ্রহণ করেছে।

সাবেক কূটনীতিক মুন্সী ফয়েজ আহমদের মতে, বিদেশে কিছু নাগরিকের অসদাচরণ ও অবৈধ কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের প্রতি আস্থা কমেছে। একসময় যেসব দেশে ভিসা ছাড়াই যাওয়া যেত, এখন সেসব দেশেও ভিসা বাধ্যতামূলক হয়েছে। এমনকি ভিসা নিয়েও বিমানবন্দরে বাংলাদেশি যাত্রীদের অতিরিক্ত জিজ্ঞাসাবাদ ও তল্লাশির মুখে পড়তে হচ্ছে, শুধু পাসপোর্টের পরিচয়ের কারণেই।

বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক আয় বৃদ্ধির মতো ইতিবাচক অগ্রগতি থাকা সত্ত্বেও বৈদেশিক অভিবাসন নীতিতে বাংলাদেশের জন্য এ চিত্র একটি সতর্কবার্তা। আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক তৎপরতা এবং অভিবাসন নীতিতে স্বচ্ছতা ও সুনাম পুনরুদ্ধারের উদ্যোগ এখন সময়ের দাবি।

বিশ্বায়নের যুগে ভ্রমণ স্বাধীনতা একটি দেশের মর্যাদা ও নাগরিকের সম্ভাবনার প্রতীক। বাংলাদেশি পাসপোর্টের এই নিম্নমুখী অবস্থান তাই শুধু একটি পরিসংখ্যান নয়—এটি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি, অভিবাসন নীতি ও কূটনৈতিক সম্পর্কের প্রতিফলনও বটে।