ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫

আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে জনসমুদ্র

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৪:২৮ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

রাজধানীর শাহবাগে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের নিষিদ্ধসহ তিন দফা দাবিতে গণজমায়েতের অংশ হিসেবে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

শনিবার (১০ মে) দুপুর ২টার পর থেকে শাহবাগ মোড়ে গণজমায়েত বাড়তে শুরু করে। কর্মসূচি শুরু হয় বিকেল ৩টা থেকে।

এসময়  ‘চারদিকে খবর দে, আওয়ামী লীগের কবর দে’, ‘ব্যান ব্যান, আওয়ামী লীগ ব্যান’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘চলছে লড়াই চলবে’সহ বিভিন্ন স্লোগানে শাহবাগ মোড় মুখরিত করে রাখছেন আন্দোলনকারীরা। 

আন্দোলনকারীরা বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলটির দলগত বিচারের বিধান যুক্ত করাসহ জুলাই ঘোষণাপত্র জারির দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। মে মাসের এই তপ্ত রোদে শাহবাগ থেকে আওয়ামী লীগের পতনের ধ্বনি শুনে যেতে চান সবাই।

ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শুক্রবারের (৯ মে) মতো শনিবার (১০ মে) শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

এর আগে, শনিবার (১০ মে) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।

এদিকে, তিন দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। 

কর্মসূচি অনুযায়ী, শনিবার ( ১০ মে)  বিকেল ৩টা থেকে শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েত অনুষ্ঠিত হবে। এছাড়া,সারা দেশের জুলাই-স্পটগুলোতে ছাত্র-জনতার গণঅবস্থান কর্মসূচি পালিত হবে।