ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

পরিবেশ উপদেষ্টা রিজওয়ানার গাড়িবহরে হামলা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৬, ২০২৫, ০৬:০৪ পিএম
ছবি- সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন সাংবাদিক আহত হয়েছেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দাওধারা এলাকায় এ হামলা হয়।

জানা যায়, বনের ভেতর পর্যটন কেন্দ্র স্থাপন নিয়ে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের মধ্যে বিরোধ দেখা দেয়। ২২৩ একর খাসজমির মধ্যে ৩২ একর পাথর মহাল হিসেবে চিহ্নিত। ওই এলাকায় উপজেলা প্রশাসন পর্যটন কেন্দ্র নির্মাণ শুরু করলে বন বিভাগ আপত্তি জানায়।

বনাঞ্চল ও বন্য হাতি সংরক্ষণের কারণ দেখিয়ে কাজ বন্ধ রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান। এমন পরিস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শনে যান উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ‘বনের জায়গায় কোনো পর্যটন কেন্দ্র হবে না।’

এই বক্তব্যের পরপরই স্থানীয় কিছু লোক উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ শুরু করেন। তখন বহরে থাকা সাংবাদিকদের ওপর হামলা হয়। আহত সাংবাদিকরা হলেন- এখন টিভির জাহিদুল খান সৌরভ, সময় টিভির ভিডিও জার্নালিস্ট বাবু চক্রবর্তী, বাংলা টিভির নাঈম ইসলাম, বাংলাদেশের খবরের শাহরিয়ার শাকিরসহ আরও দুজন।

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল হামলার বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনাস্থলে থাকা নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি সাংবাদিকদের জানান, তিনি বিষয়টি দেখবেন।

তবে পুলিশ কর্মকর্তারা ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ উপদেষ্টার প্রটোকলে থাকায় তারা তাৎক্ষণিক মন্তব্য করতে পারেননি।