আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ১১৫টি নির্বাচনী প্রতীকের একটি খসড়া তালিকা আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। এতে নতুনভাবে যুক্ত হয়েছে ৪৬টি প্রতীক। তবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাওয়া ‘শাপলা’ প্রতীক এই তালিকায় স্থান পায়নি।
বৃহস্পতিবার (১০ জুলাই) ইসির সংশ্লিষ্ট শাখা এই তথ্য নিশ্চিত করে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ১৫০টি প্রতীকের একটি তালিকা তৈরি করা হয়েছিল। পরে কমিশন নিজস্ব বিবেচনায় তা থেকে ১১৫টি প্রতীক চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছে। মন্ত্রণালয় চাইলে এখান থেকে কোনো প্রতীক বাদ বা নতুন প্রতীক অন্তর্ভুক্ত করতে সুপারিশ করতে পারে।
তারা আরও জানান, নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা বাড়ছে এবং নতুন দলগুলোর নিবন্ধন প্রক্রিয়াও চলমান রয়েছে। ইতোমধ্যে ১৪৭টি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। ফলে ভবিষ্যতের প্রয়োজন বিবেচনায় প্রতীকের সংখ্যা বাড়ানো হয়েছে।
‘শাপলা’ কেন বাদ?
আইন মন্ত্রণালয়ে পাঠানো তফসিলে ‘শাপলা’ প্রতীকটি রাখা হয়নি। এনসিপির পক্ষ থেকে এই প্রতীক দাবি করা হলেও তা নির্বাচনী প্রতীকের খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়নি বলে নিশ্চিত করেন ইসি কর্মকর্তারা।
বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫১টি। তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১৫টি প্রতীকের মধ্যে এই ৫১টি দলের জন্য নির্ধারিত প্রতীক সংরক্ষিত থাকবে। বাকি প্রতীকগুলো ব্যবহার হবে নতুন দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য।
নতুন প্রতীক তালিকায় কী কী রয়েছে?
এই নতুন তালিকায় রয়েছে আপেল, আনারস, কোদাল, খাট, ফ্রিজ, ট্রাক, বক, মোরগ, বাঘ, রকেট, গরুর গাড়ি, রিকশা, গামছা, ঈগল, গাভি, লিচু, উদীয়মান সূর্য, গোলাপ ফুল, বেঞ্চ, লাঙল, ঘণ্টা, তরমুজ, বেগুন, শঙ্খ, কাঁচি, ঘুড়ি, বাইসাইকেল, কবুতর, সেলাই মেশিন, দাঁড়িপাল্লা, বেলুন, কলস, বৈদ্যুতিক পাখা, চাবি, দেওয়াল ঘড়ি, চিংড়ি, দোয়াত-কলম, স্যুটকেস, চেয়ার, দোলনা, কুমির, ছাতা, ময়ূর, হাঁস, কম্পিউটার, জগ, মাছ, কলা, কুড়াল, ফুটবল, মাথাল, টিউবওয়েল, ফুলকপি, মিনার, কুলা, টিফিন ক্যারিয়ার, মোমবাতি, কুঁড়েঘর, মোবাইল ফোন, হাতি, হারিকেন, হক্কা ও হেলিকপ্টারসহ আরও অনেক প্রতীক।
আপনার মতামত লিখুন :