দেশের ২১টি জেলায় টানা বৃষ্টি ও বন্যার কারণে ৭২ হাজার ৭৬ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তা, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়েছে।
এর ফলে আউশ, বোনা আমন, আমন বীজতলা, পাট, শাকসবজি, ফলবাগান, কলা, তরমুজ, পানসহ বিভিন্ন মৌসুমি ফসল পানিতে ডুবে গেছে।
কৃষি মন্ত্রণালয়ের দেওয়া মাঠতথ্য অনুযায়ী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা ও শরীয়তপুর জেলায় এ ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি।
এর মধ্যে আউশ ৪৪,৬৬২ হেক্টর, আমন বীজতলা ১৪,৩৯৩ (চোদ্দ হাজার তিনশত তিরানব্বই) হেক্টর, পাট ১৩৫ (একশত পঁয়ত্রিশ) হেক্টর, শাকসবজি ৯,৬৭৩ (নয় হাজার ছয়শত তেহাত্তর) হেক্টর, কলা ১১৪ (একশত চোদ্দ) হেক্টর, পেঁপে ২৯৩ (দুইশত তিরানব্বই) হেক্টর, পান ৩৮৭ (তিনশত সাতাশি) হেক্টর।
এছাড়া বোনা আমন আবাদ ২৯৭ (দুইশত সাতানব্বই) হেক্টর, মরিচ ১০৪ (একশত চার) হেক্টর, পেপে ২৯৩ (দুইশত তিরানব্বই) হেক্টর, গ্রীষ্মকালীন তরমুজ ২৮১ (দুইশত একাশি) হেক্টরসহ মোট ৭২,০৭৬ (বাহাত্তর হাজার ছিয়াত্তর) হেক্টর জমির বিভিন্ন ফসল প্রাথমিকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে।
জেলার হিসেবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুমিল্লায়, যেখানে ১১,৫৯০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। নোয়াখালীতে ৭,৮০৬ হেক্টর এবং ফেনীতে ১,৬৫৫ হেক্টর জমির ফসল পানির নিচে চলে গেছে।
তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাত কমে আসায় অনেক এলাকায় পানি দ্রুত নামছে, ফলে ফসলের নিমজ্জন পরিস্থিতিও ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :