ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক ঊর্ধ্বতন কর্মকর্তা চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। ডিএমপির পল্লবী-দারুসসালাম জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) সালেহ মোহাম্মদ জাকারিয়া শুক্রবার (১১ জুলাই) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
স্ট্যাটাসে তিনি লিখেন, ‘মিরপুর এলাকায় চাঁদাবাজদের ব্যাপারে যে নেতা তদবির করতে আসবেন তাকেসহ এরেস্ট করব। সাবধান হয়ে যান, নাহলে হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দেওয়া হবে। মাইনাস টলারেন্স।’
এডিসি জাকারিয়া তার পোস্টে বলেন, মিরপুর ও আশপাশের এলাকায় চাঁদাবাজদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজদের পক্ষ নিয়ে কোনো রাজনৈতিক বা স্থানীয় নেতা তদবির করতে এলে তাকেও আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
এডিসি জাকারিয়ার এই মন্তব্য সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। অনেকেই তার কঠোর অবস্থানের প্রশংসা করছেন, বিশেষ করে মিরপুর এলাকায় চাঁদাবাজি ও অবৈধ প্রভাব খাটানোর অভিযোগ দীর্ঘদিনের। তবে, একজন দায়িত্বশীল পুলিশের মুখ থেকে এমন সরাসরি ও তীব্র ভাষায় মন্তব্য নিয়ে কিছু বিতর্কও তৈরি হয়েছে।
ডিএমপি এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো বিবৃতি দেয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে থেকে এমন শক্ত অবস্থান সাধারণ মানুষের মধ্যে কিছুটা আস্থা ফিরিয়ে আনতে পারে বলে মত প্রকাশ করেছেন নাগরিক সমাজের অনেকে।
আপনার মতামত লিখুন :