ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিল নিষিদ্ধ ছাত্রলীগ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ১০:২০ এএম
ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার উলপুর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান।

তিনি জানান, ‘আজ এনসিপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ কর্মসূচিকে বানচাল করতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নাম উল্লেখ করে আতাউর রহমান পিয়ালের অনুসারীরা পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

এদিকে, এনসিপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গোপালগঞ্জে আজকের পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম মঙ্গলবার (১৫ জুলাই) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান।

তিনি লেখেন, ‘বিপ্লবের সহযোদ্ধারা ধুমকেতুর মতো ছুটে আসুন। আজ বুধবার সকাল ১১টায় গোপালগঞ্জ শহরে দেখা হচ্ছে ইনশাল্লাহ।’

অন্য এক পোস্টে তিনি আরও লেখেন, ‘গোপালগঞ্জের মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। জেলার নাম দিয়ে আর বৈষম্য চলবে না। গোপালগঞ্জ কোনো ব্যক্তি বা দলের সম্পত্তি নয়, এটি বাংলাদেশের। আমরা গণমানুষের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাব।’

দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারারসহ একাধিক কেন্দ্রীয় নেতা এই কর্মসূচি নিয়ে ফেসবুকে পোস্ট করে কর্মীদের উজ্জীবিত করেন।

প্রসঙ্গত, চলতি জুলাই মাসের শুরু থেকে এনসিপি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে মাসব্যাপী কর্মসূচি চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় এ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।