ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

জুলাই অভ্যুত্থানে ফিরে এসেছে বাংলাদেশের সার্বভৌমত্ব: ফারুকী

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৭:৪১ পিএম
জুলাই জাগরণ কালচারাল ফেস্ট উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। ছবি- সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নিজের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, এই আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে এক তীব্র বিস্ফোরণ এবং নতুন প্রজন্মের হাত ধরে একটি স্বাধীন সাংস্কৃতিক ও রাজনৈতিক চেতনার পুনর্জন্ম।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পীগোষ্ঠী আয়োজিত চার দিনব্যাপী জুলাই জাগরণ কালচারাল ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘জুলাই হলো প্রতিবাদের উচ্চারণ, আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। জুলাই আমাদের চেতনা, আমাদের প্রেরণা। এই অভ্যুত্থানের মধ্য দিয়েই বাংলাদেশ নিজের সার্বভৌম অবস্থান আবারও দৃঢ় করেছে।’

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ে তরুণদের রক্তস্নাত আন্দোলন এই পলল ভূমিতে মুক্তির বীজ বপন করেছে। তারা প্রমাণ করেছে জীবন যদি দ্রোহ হয়, তবে মৃত্যু কখনও শেষ কথা হতে পারে না।

ফারুকীর ভাষায়, মাতৃভূমি অথবা মৃত্যু এই সময়ের সাহসী অঙ্গীকারকে ধারণ করে আমাদের তরুণ প্রজন্ম জুলাইয়ে এক মহাকাব্যিক সাফল্যের ইতিহাস রচনা করেছে। ফ্যাসিস্ট শাসনের সাংস্কৃতিক আধিপত্য ভেঙে দিয়ে দেশজ সংস্কৃতির বিকাশে সবাইকে একসাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, মুজিববাদকে পরাজিত করতে হলে আমাদের নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যের ভিত্তিতে দাঁড়িয়ে দৃঢ় ও ধারাবাহিক পথচলা অব্যাহত রাখতে হবে।

চার দিনব্যাপী এই ফেস্টিভ্যালে রয়েছে, সাংস্কৃতিক পরিবেশনা, চলচ্চিত্র প্রদর্শনী, স্মৃতিচারণা, গ্রাফিতি আঁকাআঁকি এবং স্টল ও প্রদর্শনী।

এই আয়োজন জুলাই অভ্যুত্থানের চেতনা ও ইতিহাসকে গণমানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার এক অনন্য প্রয়াস বলে মনে করছেন আয়োজকরা।