ঢাকা রবিবার, ১০ আগস্ট, ২০২৫

ব্যাংক কোম্পানি আইনে আসছে ব্যাপক পরিবর্তন: গভর্নর

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০২:১৫ পিএম
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংক খাতে দুর্বৃত্তায়ন ঠেকাতে ও আর্থিক খাতের সংস্কারে ব্যাংক কোম্পানি আইনে ব্যাপকভাবে পরিবর্তনে আনা হচ্ছে।

রোববার (১০ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অন্তবর্তীকালীন সরকারের বর্ষপূর্তি উপলক্ষে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, আর্থিক খাতকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। ব্যাংক খাতে দুর্বৃত্তায়ন ঠেকাতে হলে বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। এই লক্ষ্যেই ব্যাংক কোম্পানি আইনে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে।

অনুষ্ঠানে সিপিডির পক্ষ থেকে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে রিজার্ভের পতন ঠেকানো গেছে, যা একটি বড় সাফল্য। পাশাপাশি ব্যাংক ও আর্থিক খাত সংস্কারে গৃহীত উদ্যোগগুলো ইতিবাচক হিসেবে চিহ্নিত করে সংস্থাটি।

সংস্থাটি আরও জানিয়েছে, এখনো মূল্যস্ফীতি উচ্চমাত্রায় রয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ সৃষ্টি করছে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের আরও কার্যকর ভূমিকার সুযোগ রয়েছে।

সংস্থাটি আগত জাতীয় নির্বাচন নিয়ে সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সরকারকে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকার সময়োপযোগী।