ঢাকায় আগামী ২৫ থেকে ২৮ আগস্ট হতে যাচ্ছে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সমন্বয় বৈঠক। সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই বৈঠকে ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। অন্যদিকে, বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেবেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
এটি হবে গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর দ্বিতীয় দফার মহাপরিচালক পর্যায়ের বৈঠক।
বিএসএফ এক বিবৃতিতে জানায়, বৈঠকে আলোচনার মূল বিষয় থাকবে—বাংলাদেশে অবস্থানরত ভারতীয় বিদ্রোহী গোষ্ঠী (আইআইজি) দমনে পদক্ষেপ, সীমান্ত অবকাঠামোগত সমস্যা, বিএসএফ সদস্য ও ভারতীয় সাধারণ নাগরিকদের ওপর বাংলাদেশি দুষ্কৃতকারীদের হামলা, সীমান্তপারের অপরাধ দমন, সিঙ্গেল-রো ফেন্স নির্মাণ এবং সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ।
যদিও বিএসএফের বিবৃতিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সীমান্ত পার হওয়ার প্রসঙ্গ সরাসরি উল্লেখ করা হয়নি, তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত ব্যবস্থাপনা আলোচনার অংশ হিসেবে এই ইস্যুটি গুরুত্বপূর্ণভাবে উঠে আসবে।
এর আগে মহাপরিচালক পর্যায়ের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল নয়াদিল্লিতে, ২০২৫ সালের ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতি বছর এ ধরনের বৈঠক দুই দেশে পালাক্রমে হয়ে থাকে।
ফেব্রুয়ারির বৈঠকে উভয় পক্ষই বিতর্কিত ফেন্স নির্মাণ স্থানে যৌথ পরিদর্শন ও জরিপ চালাতে সম্মত হয়েছিল। তবে মাঠ পর্যায়ের বিএসএফ সদস্যরা জানিয়েছেন, পূর্ববর্তী সরকারের সময়ে হওয়া চুক্তি সত্ত্বেও বিজিবি বেশ কয়েকটি এলাকায় ফেন্স নির্মাণে বাধা দিয়েছে। বর্তমানে প্রায় এক ডজন জায়গায় এখনো সমাধান হয়নি, যেখানে সীমান্ত থেকে ১৫০ মিটারের মধ্যে সিঙ্গেল-রো ফেন্স নির্মাণ নিয়ে মতপার্থক্য রয়েছে।
উল্লেখ্য, ১৯৭৫ সালে প্রণীত ভারত-বাংলাদেশ যৌথ সীমান্ত নির্দেশিকা অনুযায়ী সীমান্তসংক্রান্ত প্রশাসনিক বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর নিয়মিত যোগাযোগ রাখার সুপারিশ করা হয়েছিল। একই বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হয় প্রথম বৈঠক। পরে ১৯৯৩ সালের ৭ থেকে ৯ অক্টোবর ঢাকায় ভারত-বাংলাদেশ স্বরাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয় যে, প্রতি বছর দুইবার মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন