ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

এবারের নির্বাচন হবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ইসি আনোয়ারুল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ১১:১৬ এএম
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি- সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ আখ্যায়িত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।

শুক্রবার (২৯ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ইসি বলেন, ঘরে ফেরার আর কোনো পথ খোলা নেই। সুষ্ঠু নির্বাচন না হলে শুধু নির্বাচন কমিশন নয়, এর দায় নির্বাচনী কর্মকর্তাদেরও বহন করতে হবে। জীবন ঝুঁকির মুখে পড়লেও অনিয়ম বা ফাঁকিবাজি বরদাশত করা হবে না।

তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনই কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাই সব ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা ছাড়া আর কোনো বিকল্প নেই।

এ সময় তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে বলেন, নির্বাচনে কোনো প্রকার কারসাজি বা অব্যবস্থাপনা হলে তা কঠোরভাবে দমন করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত অন্য নির্বাচন কমিশনাররা এ বিষয়ে মতামত দেন। কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, এবারের নির্বাচনে প্রত্যাশার চেয়েও বেশি ভোটার অংশ নেবেন। প্রবাসীরাও উৎসাহের সঙ্গে ভোট দেওয়ার অপেক্ষায় আছেন।

অন্য কমিশনাররা বলেন, এবারের নির্বাচন হবে অনিয়মমুক্ত ও স্বচ্ছ। তারা কৃচ্ছ্রসাধনের পরিবর্তে মিতব্যয়ীভাবে নির্বাচন আয়োজনের ওপর জোর দেন।