ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

কোনো ব্লেম নিতে রাজি নই, শেষ পর্যন্ত লড়াই করব: সিইসি

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৬:১০ পিএম
সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি- সংগৃহীত

নির্বাচনের প্রস্তুতি নিয়ে কোনো ধরনের দায়-দোষ মেনে নেবেন না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, দেশের স্বার্থ সর্বাধিক গুরুত্ব পাবে এবং শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে লড়াই চালানো হবে।

সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপে সিইসি এসব কথা বলেন। এর আগে তিনি মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।

সিইসি বৈঠকের বিষয়ে বলেন, ‘প্রতিনিধিরা নির্বাচনের প্রস্তুতি বোঝার জন্য এসেছিলেন। আমি জানিয়েছি, আমাদের পরিস্থিতি বিশেষ এবং সরকারের ধরনও বিশেষ। প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি মাসে আমাদের একটি চিঠি দিয়েছিলেন, রমজানের আগে ভোটের কথা জানিয়েছিলেন। আমরা ইতোমধ্যেই নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছি এবং তা আগেই শুরু হয়েছিল।’

নানা ধরনের চাপ ও টানাপড়েনের মধ্যে নির্বাচন নির্ধারণে কিছুটা সময় লেগেছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা চাই, আমাদের ওপর ‘প্রস্তুতি পর্যাপ্ত নয়’ এমন কোনো অভিযোগ না আসে। তাই আমরা আগেভাগে প্রস্তুতি শুরু করেছি। আমরা কোনো ধরনের দায়-দোষ নিতে রাজি নই। শেষ পর্যন্ত দেশের স্বার্থকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি চালানো হবে।’

সিইসি আরও বলেন, ‘আমাদের দলগুলো দেশের স্বার্থের জন্য কাজ করছে। আশা করি, শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। প্রধান উপদেষ্টা সম্প্রতি আবার আলোচনায় যুক্ত হয়েছেন, আমি তা জানিয়েছি। আমি বিশ্বাস করি, সমঝোতা হবে।’

মার্কিন দূতাবাসের প্রতিনিধি কিছু গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব উল্লেখ করেছেন বলে জানিয়ে সিইসি বলেন, ‘আমি জানিয়েছি, আমাদের দেশ গুজবের কবলে পড়ে না। গুজব এড়িয়ে চলাই উত্তম। নির্বাচন বাতিল করার ক্ষমতা আমাদের রয়েছে।’

ভোট প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘ভোটের দায়িত্বে ৯৫ শতাংশ সরকারি কর্মী ও ৫ শতাংশ কমিশনের। আমি জানিয়েছি, সরকার যদি সহযোগিতা না করে ভোট সম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনী এবং বাজেট ছাড়া নির্বাচন চালানো সম্ভব নয়। তবে সরকারের পক্ষ থেকে আমাদের স্বাধীনভাবে কাজ করার পূর্ণ সহযোগিতা রয়েছে।’

সিইসি মার্কিন দূতাবাসের সঙ্গে বৈঠকে কালো টাকার বিষয়ও আলোচনা হয়েছে জানিয়ে বলেন, ‘এটি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। তবে ঐকমত্যের ভিত্তিতে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে। আমি আশাবাদী, সর্বশক্তি দিয়ে দেশের মানুষকে সঙ্গে নিয়ে সুন্দর নির্বাচন আয়োজনের চেষ্টা চালানো হবে।’