মাদকবিরোধী জাতীয় সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ কারা অধিদপ্তর চলতি সেপ্টেম্বর মাসকে ‘মাদকবিরোধী কার্যক্রমের মাস’ ঘোষণা করেছে। এ উদ্যোগের অংশ হিসেবে কারাগারগুলোতে ডোপ টেস্ট কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্বব্যাপী মাদকের ভয়াবহতা বাড়ছে এবং বাংলাদেশও এর বাইরে নয়। দেশের কারাগারগুলোতেও মাদকের প্রভাব দেখা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় কারা অধিদপ্তর জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কারাগারে আগত দর্শনার্থী, বন্দি এবং কর্মকর্তা-কর্মচারীদের ওপর বিশেষ নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির জন্য নিয়মিত কর্মসূচি পরিচালিত হচ্ছে। সন্দেহভাজন বন্দি বা কারা কর্মকর্তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে, যাতে সম্ভাব্য মাদকসেবীদের শনাক্ত করে অধিকতর নজরদারি ও প্রশাসনিক ব্যবস্থার আওতায় আনা যায়।
কারা অধিদপ্তর জানায়, ‘রাখিব নিরাপদ দেখাব আলোর পথ’ স্লোগানকে সামনে রেখে কারাগারে প্রবেশকারী বিপথগামী ব্যক্তিদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বন্দিদের বিভিন্ন ইতিবাচক কার্যক্রমে সম্পৃক্ত করা ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে দক্ষ মানবসম্পদে পরিণত করে সমাজে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন