ঢাকা শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

সাবমেরিন ক্যাবল কোম্পানির সেই উপমহাব্যবস্থাপকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৮:৩৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

রেস্টহাউজে থেকেও বেতনের সাথে বাড়ি ভাড়া উত্তোলনকারী বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানির (বিএসসিপিএসসি) উপমহাব্যবস্থাপক (ডিজিএম) সুরচিত বড়ুয়ার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।

দৈনিক রূপালী বাংলাদেশে এ বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনের সূত্র ধরে সুরচিতের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে বিএসসিপিএলসি’কে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

গত ১৮ সেপ্টেম্বর বিভাগের কোম্পনি-২ অধিশাখার উপসচিব কানিজ ফাতেমা স্বাক্ষরিত এক চিঠিতে বিএসসিপিএলসি’র ব্যবস্থাপনা পরিচালককে ওই নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, বিএসসিপিএলসির উপমহাব্যবস্থাপক সুরচিত বড়ুয়ার বিরুদ্ধে নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগে দৈনিক রূপালী বাংলাদেশে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করে এ বিভাগকে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ) অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট ‘রেস্টহাউজে থেকেও ভাড়া নেন ডিজিএম সুরচিত’ শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশ করে দৈনিক রূপালী বাংলাদেশ।