ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

গাজা যুদ্ধের সমাপ্তি দ্বারপ্রান্তে: ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৫, ১০:৫৩ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

গাজা যুদ্ধ বন্ধ ও জিম্মিদের মুক্তির বিষয়ে একটি চুক্তি দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউস থেকে নিউইয়র্কের রাইডার কাপ গলফ টুর্নামেন্টে যাওয়ার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় গাজা নিয়ে আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। মনে হচ্ছে চুক্তি প্রায় নিশ্চিত। শিগগিরই আপনাদের জানাব। এই চুক্তির মাধ্যমে জিম্মিদের মুক্তি দেওয়া হবে। যুদ্ধের সমাপ্তি ঘটবে। শান্তি আসবে। আমার বিশ্বাস, আমরা একটি চুক্তির দ্বারপ্রান্তে।’

এর আগে ট্রাম্প ইঙ্গিত দেন, চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের আগে আগামী সোমবার ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক হচ্ছে।

মঙ্গলবার তিনি আরব ও মুসলিম নেতাদের সামনে যুক্তরাষ্ট্রের প্রস্তাব উপস্থাপন করেন। এতে যুদ্ধের অবসান, জিম্মি মুক্তি এবং গাজা উপত্যকায় হামাসমুক্ত শাসনব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়।

আরব ও মুসলিম নেতারা এ পরিকল্পনাকে স্বাগত জানালেও ইসরায়েল ও হামাস এখনো প্রকাশ্যে কোনো অবস্থান জানায়নি।

জাতিসংঘ সাধারণ পরিষদে এর আগে নেতানিয়াহুর বক্তব্যে স্পষ্ট হয়, ইসরায়েলের সব লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ বন্ধ হবে না। এতে ইঙ্গিত পাওয়া যায়, ট্রাম্পের পরিকল্পনা গ্রহণে এখনো প্রস্তুত নন ইসরায়েলি প্রধানমন্ত্রী।