এখন পর্যন্ত আসন নিয়ে গণঅধিকার পরিষদ কোন দলের সাথে আলাপ-আলোচনা করেনি। তবে অনেক দলের সাথেই জোট গঠন নিয়ে আলোচনা চলছে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।
পোস্টে নুর লিখেন, ‘২০২৪ এমনকি ২৫ সালেও একাধিকবার ৩০০ আসনে প্রার্থী দেয়ার কথা জানালেও বিএনপির কাছে ২টি আসনে ছাড় চায় গণঅধিকার পরিষদ ২/৩টি গণমাধ্যম জনমনে বিভ্রান্তি ছড়াতে এমন বিভ্রান্তিকর শিরোনামে নিউজ করছে। যা একেবারেই অসৎ উদ্দেশ্য থেকে করা বলে আমরা মনে করি। এখন পর্যন্ত আসন নিয়ে গণঅধিকার পরিষদ কোন দলের সাথে আলাপ-আলোচনা করেনি। তবে অনেক দলের সাথেই জোট গঠন নিয়ে আলোচনা চলছে, আলোচনার সন্তোষজনক অগ্রগতি হলে অবশ্যই সকলকে জানানো হবে।
পোস্টে নুর আরও লিখেন, গণঅধিকার পরিষদের সংগ্রামী নেতা-কর্মীসহ গণঅধিকার পরিষদের ট্রাক মার্কা নিয়ে যারা আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে চান তারা সাংগঠনিক কাজের পাশাপাশি জোরালোভাবে এলাকায় গণসংযোগ চালিয়ে যান।