অভিবাসন নিয়ন্ত্রণের চাপের মুখে দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিকের জন্য বাধ্যতামূলক ডিজিটাল আইডি চালুর পরিকল্পনা ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। গতকাল শুক্রবার সরকারের পক্ষ থেকে জানানো হয়, নতুন এ ব্যবস্থায় ব্রিটিশ নাগরিক ও বৈধ বাসিন্দাদের ডিজিটাল আইডি মোবাইল ফোনে সংরক্ষিত থাকবে। যদিও কাউকে আইডি সঙ্গে বহন করতে হবে না বা তা দেখানোর জন্য বাধ্যও করা হবে না, তবে কর্মীদের জন্য এটি বাধ্যতামূলক হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাজ্যে পরিচয়পত্র ব্যবস্থা বাতিল করা হয়েছিল। দীর্ঘদিন ধরে দেশটি জাতীয় পরিচয়পত্র চালুর বিষয়টি এড়িয়ে চললেও, বর্তমানে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকার অভিবাসন নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে ক্রমবর্ধমান জনতাবাদী চাপের মুখে পড়েছে।
ফ্রি ডিজিটাল আইডিতে ব্যক্তির নাম, জন্মতারিখ, ছবি ছাড়াও জাতীয়তা ও বসবাসের তথ্য অন্তর্ভুক্ত থাকবে। সরকারের এক বিবৃতিতে বলা হয়, কাজের অধিকারের প্রমাণ হিসেবে এটি বাধ্যতামূলক হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ফলে যারা যুক্তরাজ্যে অবৈধভাবে অবস্থান করছে, তারা আর চাকরি পাবে না। অর্থ উপার্জনের সুযোগই অবৈধ অভিবাসীদের অন্যতম প্রধান প্রলোভন। এ ব্যবস্থা সেই সুযোগ বন্ধ করবে।