ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

জাকসু ফল বিলম্বে জাবি প্রশাসনকে ভয়ংকর ব্যর্থ বললেন মাসুদ কামাল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০১:৩৮ পিএম
সাংবাদিক মাসুদ কামাল। ছবি- সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণায় বিলম্ব নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাংবাদিক মাসুদ কামাল। নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার ৩৭ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো ফল ঘোষণা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

শনিবার (১৩ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তিনি।

মাসুদ কামাল বলেন, ‘১১ হাজার ভোট গুনতে কি তিন দিন লাগে? জাকসুর ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মাত্র ১৭৭ জন প্রার্থী। এত অল্পসংখ্যক প্রার্থী আর ভোটার থাকা সত্ত্বেও তিন দিনেও ফল দিতে না পারা জাবি প্রশাসনের ভয়ংকর ব্যর্থতা।’

তিনি আরও প্রশ্ন তোলেন, তাহলে আপনারা পারলেন না কেন? না পারার মূল কারণ হলো কোনো প্রস্তুতি ছিল না। সবকিছু যান্ত্রিকভাবে গুনবেন কিন্তু তারও তো সাপোর্ট সিস্টেম থাকতে হয়। প্ল্যান বি থাকতে হয়, একটি ব্যবস্থা কাজ না করলে যেন বিকল্প ব্যবস্থা কার্যকর হয়। কিন্তু এখানে কোনো বিকল্প পরিকল্পনাই ছিল না।

মাসুদ কামাল বলেন, এ রকম ভয়ংকর ব্যর্থতা আমার জীবনে কখনো দেখিনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদাসীনতা শিক্ষার্থীদের প্রতি অন্যায্য।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত ফল ঘোষণা করে জাকসুর নির্বাচনি প্রক্রিয়া শেষ করার দাবি জানিয়েছেন।