অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গত দেড় দশকের অভিজ্ঞতা প্রমাণ করেছে—জবাবদিহিতা ছাড়া যে কোনো উন্নয়নই ক্ষণস্থায়ী ও ভঙ্গুর হয়ে থাকে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।
ড. ইউনূস বলেন, ‘রাজনৈতিক হীনস্বার্থ ও দুর্নীতির উদ্দেশ্যে নেওয়া অবকাঠামো প্রকল্প শুধু অর্থনীতির ওপর বাড়তি চাপই সৃষ্টি করে না, জনগণের কোনো কল্যাণও বয়ে আনে না।’
তিনি বলেন, ‘দায়িত্ব গ্রহণের পর আমরা একে একে আবিষ্কার করেছি দুর্নীতি ও জনগণের সম্পদ আত্মসাত কতটা বিস্তৃত আকার ধারণ করেছিল এবং তার ফলশ্রুতিতে দেশের সামষ্টিক অর্থনীতি কীভাবে ভয়ানকভাবে নাজুক ও ভঙ্গুর হয়ে পড়েছিল।’
77839
দুর্নীতির উদ্দেশ্যে গৃহীত এসব তথাকথিত উন্নয়ন প্রকল্প রোধে সরকার পদক্ষেপ নিচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আমরা এ ধরনের চর্চার অবসান ঘটাচ্ছি, যেন আর কখনো উন্নয়নকে জনগণের সম্পদ আত্মসাতের অজুহাত হিসেবে ব্যবহার করা না যায়। নাজুক অর্থনৈতিক পরিস্থিতি মজবুত করতে আমরা ইতোমধ্যে সংস্কারমূলক কিছু কঠিন হলেও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছি।’