ঢাকা শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নেতানিয়াহুকে পশ্চিম তীর অধিভুক্তে ট্রাম্পের বাধা

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১২:২৯ এএম
  • আমি ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্ত করতে দেব না, এটা হবে নাÑ ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বেনিয়ামিন নেতানিয়াহুকে দখলকৃত পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে দেবেন না। গতকাল শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প এ কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্ত করতে দেব না। এটা হবে না।’ গাজা নিয়ে একটি চুক্তিও ‘অতি সন্নিকটে’ বলে জানিয়েছেন তিনি। সোমবারই তার সঙ্গে নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে।

গাজায় যুদ্ধ বন্ধ করতে এবং পশ্চিম তীরের দখল ছাড়তে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। দিন কয়েক আগে প্রভাবশালী একাধিক পশ্চিমা দেশসহ ১০টি দেশ আলাদা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতিও দিয়েছে। অন্যদিকে কট্টরপন্থি ইসরায়েলিরা মনে করছে, পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে পারলেই আলাদা ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা ‘নাই হয়ে যাবে’।

নেতানিয়াহুর জোট সরকারে থাকা উগ্রজাতীয়তাবাদীরা বারবারই পুরো পশ্চিম তীরকে অধিভুক্ত করার দাবি জানিয়ে আসছে। এদিকে পশ্চিম তীর অধিভুক্ত করার ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে যুক্তরাজ্য ও জার্মানি। গত সোমবার জাতিসংঘে মহাসচিব আন্তোনিও গুতেরেসও বলেছেন, পশ্চিম তীর অধিভুক্তি হবে ‘নৈতিকভাবে, আইনিভাবে এবং রাজনৈতিকভাবে পুরোপুরি অগ্রহণযোগ্য’।

গত বৃহস্পতিবার ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের জানান, তার সঙ্গে নেতানিয়াহু ও মধ্যপ্রাচ্যের নেতাদের কথা হয়েছে। ‘গাজা নিয়ে একটি চুক্তির অতি সন্নিকটে আমরা, হয়তো শান্তিও প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে,’ বলেন তিনি।

একই দিন ভিডিও লিংকের সাহায্যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়া ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য ফ্রান্স সোমবার যে শান্তি পরিকল্পনা হাজির করেছে, তা বাস্তবায়নে বিশ্বনেতাদের সঙ্গে কাজ করতে তিনি প্রস্তুত।

৮৯ বছর বয়সি আব্বাস যুক্তরাষ্ট্রের বাধায় সশরীরে নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে হাজির হয়ে ভাষণ দিতে পারেননি।

যেসব দেশ গত সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, আব্বাস তাদের ধন্যবাদও জানিয়েছেন। এর মধ্যে রোববার কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগালের স্বীকৃতি মেলে, পরে একই পথ অনুসরণ করে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, সান মারিনো, এন্ডোরা ও ডেনমার্ক।

গতকাল শুক্রবার জাতিসংঘে ফিলিস্তিনি রাষ্ট্রের বিরুদ্ধে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি প্রতিবাদী বার্তা দেওয়ার কথা ছিল। কিন্তু গাজা নিয়ে একটি চুক্তি করতে চাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরল চাপের মুখোমুখি হচ্ছেন তিনি।

গাজায় দুই বছরের বিরামহীন আক্রমণের প্রতিবাদে ফ্রান্স, ব্রিটেন এবং আরও কয়েকটি পশ্চিমা শক্তি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার কয়েক দিন পর নেতানিয়াহু জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন।

যুদ্ধাপরাধের অভিযোগে, যার মধ্যে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করাও অন্তর্ভুক্ত, নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নিউইয়র্কে যাওয়ার এক অস্বাভাবিক পথ বেছে নেন। যার মধ্যে জিব্রাল্টারের সংকীর্ণ প্রণালীর ওপর দিয়ে বিমানে ভ্রমণও অন্তর্ভুক্ত ছিল। ট্রাম্পের রিয়েল এস্টেট বন্ধু এবং বিশ্ব আলোচক স্টিভ উইটকফকে ম্যানহাটনে নেতানিয়াহু যেখানে অবস্থান করছিলেন, সেই কড়া পাহারায় ঘেরা বিলাসবহুল হোটেলে প্রবেশ করতে দেখা গেছে।