ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ক্লাস চলাকালে বেঞ্চে প্রধান শিক্ষকের ঘুম, ভিডিও ভাইরাল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০১:০৫ পিএম
ক্লাস চলাকালে ঘুমাচ্ছেন স্কুলের প্রধান শিক্ষক। ছবি- সংগৃহীত

পাবনার সাঁথিয়া উপজেলায় ক্লাস চলাকালে বেঞ্চে শুয়ে ঘুমিয়ে থাকা এক প্রধান শিক্ষকের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিজু তামান্না।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে ।

ইউএনও পরিদর্শনে গিয়ে দেখেন, বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী নেই এবং প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান শিক্ষার্থীদের বেঞ্চে ঘুমিয়ে আছেন। পরে ইউএনও নিজেই ঘটনার ভিডিও ধারণ করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘স্কুল পরিদর্শনে গিয়ে নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হই। মো. মনিরুজ্জামান, প্রধান শিক্ষক, কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। নেই কোনো শিক্ষার্থী, এভাবে প্রায়ই ঘুমিয়ে থাকেন প্রধান শিক্ষক।’

ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। অনেকেই দেশের শিক্ষা ব্যবস্থার দুরবস্থার জন্য ক্ষোভ প্রকাশ করেন। 

আহসান হাবিব নামে এক মন্তব্যকারী লিখেছেন, ‘অধিকাংশ স্কুলেই একই অবস্থা। তারপরও স্কেল/গ্রেড বৃদ্ধির জন্য সচিবালয়ের অনেকেই দৌড়াদৌড়ি করে, কিসের আশায়!’

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা সুলতান আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি বৃহস্পতিবার বিকেলে ঘটেছে। ইউএনও পরিদর্শনে গিয়ে প্রধান শিক্ষককে ঘুমাতে দেখে ভিডিও করেন।’

তিনি আরও জানান, ‘এ ঘটনায় ওই প্রধান শিক্ষককে শোকজ করা হবে। রোববার তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’