নিউজিল্যান্ডের অকল্যান্ডে ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় নেমে এসেছেন হাজারো মানুষ। গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর এটি দেশটিতে অনুষ্ঠিত সবচেয়ে বড় সমাবেশ। সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ‘মার্চ ফর হিউম্যানিটি’ শিরোনামের এই বিক্ষোভে প্রায় ৫০ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে আয়োজক সংগঠন অটেয়ারোয়া ফর প্যালেস্টাইন। তবে নিউজিল্যান্ড পুলিশ বলছে, অংশগ্রহণকারীর সংখ্যা ছিল প্রায় ২০ হাজার।
ফিলিস্তিনের পতাকা এবং নানা স্লোগানযুক্ত ব্যানার হাতে বিক্ষোভে অংশ নেন মানুষেরা। ব্যানারে লেখা ছিল, ‘গণহত্যাকে স্বাভাবিক করো না’ এবং ‘সাহস দেখাও, ফিলিস্তিনের পাশে দাঁড়াও’।
আয়োজকরা জানিয়েছেন, আগস্টে সিডনির হারবার ব্রিজে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ থেকে অনুপ্রাণিত হয়ে তারা অকল্যান্ডের একটি বড় সেতু বন্ধ করার পরিকল্পনা করেছিলেন, তবে প্রবল বাতাসের কারণে সে পরিকল্পনা বাতিল করতে হয়।
পুলিশ জানায়, বিক্ষোভ থেকে কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং সমাবেশ শেষে সড়কগুলো ধীরে ধীরে খুলে দেওয়া হচ্ছে।
‘অটেয়ারোয়া ফর প্যালেস্টাইন’ নিউজিল্যান্ডের বামপন্থি জোট সরকারের প্রতি ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে।
প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন গত আগস্টে গাজায় ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ, বিশেষ করে মানবিক সহায়তায় বাধা দেওয়াকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছিলেন। দেশটি বর্তমানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিবেচনা করছে।
এদিকে, নিউজিল্যান্ডে বসবাসরত প্রায় ১০ হাজার ইহুদির প্রতিনিধিত্বকারী নিউজিল্যান্ড জিউইশ কাউন্সিল বিক্ষোভ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।