রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার ভোরে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
ইউএসজিএস’র তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কামচাটকার পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের পূর্ব দিকে প্রায় ১১১.৭ কিলোমিটার দূরে এবং এর গভীরতা ছিল প্রায় ৩৯ কিলোমিটার।
এর আগে চলতি বছরের ২০ জুলাই কামচাটকা উপদ্বীপে এক দিনে পাঁচটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র সতর্ক করে বলেছে যে, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে রুশ উপকূলে ‘বিপজ্জনক’ উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।
গত জুলাইয়ের শুরুতেই কামচাটকা উপদ্বীপের কাছে ইতিহাসের অন্যতম শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা প্রশান্ত মহাসাগর জুড়ে চার মিটার (১২ ফুট) উচ্চতার সুনামি সৃষ্টি করে এবং যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্য থেকে জাপান পর্যন্ত ব্যাপক সতর্ক ব্যবস্থা গ্রহণ করা হয়।